এই তারিখে
গুয়ে মঠ
বৌদ্ধ ধর্মের প্রাচীন ইতিহাস
লাহুল-স্পিটি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বেড়াতে যেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর এই বেড়াতে যাবার কথা মাথায় আসলেই পকেটের স্বাস্থ্যের কথা প্রথম মাথায় আসে। হৃষ্ট পুষ্ট পকেট থাকলেতো কোনো কথাই নেই। দুম করে বেরিয়ে পড়লেই হলো কোনো একটা জায়গা খুঁজে।
কিন্তু যাদের সারা মাসের আয়ের বেশিরভাগ সংসারের খরচে চলে যায় তাদের ঘুরতে যাবার বিলাসিতা ভেবেচিন্তে করতে হয়। যদি প্ল্যান করে বেড়াতে যান তাহলে খরচ অনেকটাই কমানো যায়।
আমি আমার নিজের অভিজ্ঞতার কথাই বলবো এখানে। কিভাবে প্ল্যান করবেন আর কিভাবে যাবেন সব জানাবো। কম খরচেই বিলাসবহুল ভাবে বেড়ানো যায়।
প্রথমেই গুগল ম্যাপ-এ যাবেন। কোথায় যাবেন সেটা ঠিক করে নেবেন। যেখান থেকে যাবেন আর যেখানে যেখানে যাবেন তার দুরুত্ব কত সেটা গুগল ম্যাপ থেকে দেখে নেবেন। এটা কেন করবেন সেটা ভাবছেন ? গাড়ি বুক করার সময় এই দুরুত্বটা কাজে লাগবে। নিজেই মোটামুটি কিলোমিটার হিসাব করে গাড়ির খরচ কত পড়তে পারে সেটা জেনে নিতে পারবেন। এটাতে কেউ খুব একটা ঠকাতে পারবে না।
ট্যুর কোম্পানিরা পার হেড হিসাব করে টাকা নেয়। ফ্যামিলি গেলে এই খরচটা অনেকটা হয়ে যায়। একটা ফ্যামিলিতে তিন-চার জন মেম্বার থাকলে মিনিমাম ৩০০০০ থেকে ৪০০০০ দিতে হয় ট্যুর কোম্পানি গুলোকে। বেশি তো কম না। এই টাকায় নিজেরাই ভালো করে বেড়ানো যায়। টাকাও অনেকটা কম লাগে।
এটার জন্য Youtube বা Social মিডিয়া-র সাহায্য নিতে পারেন। নয়তো বিভিন্ন ট্যুর কোম্পানিগুলোকে প্ল্যান করে দিতে বলতে পারেন। অনেকেই পুরো প্ল্যান আপনাকে পাঠিয়ে দিতে পারে। কোন জায়গায় কতদিন থাকবেন, কোথায় থাকবেন, সব। বেরোনোর সময় সেই প্ল্যানটা সঙ্গে রাখুন।
ট্রেনের টিকিট নিজেই কাটুন সঠিক তথ্য দিয়ে। ৪ মাস আগে প্ল্যান করে নিতে হবে যেখানে যাবেন, আর টিকিট কেটে নিতে হবে। নয়তো টিকিট পাওয়া মুশকিল হবে।
এই জায়গায় অনেকটা টাকা বাঁচানো যায়। কোনো সময় আগে থেকে হোটেল বুকিং করবেন না। একটা কথা মাথায় রাখবেন, যেখানেই বেড়াতে যাবেন সব জায়গায় থাকার ব্যবস্থা পেয়ে যাবেন। স্পটে গিয়ে নিজে দেখে নিজেই দর দাম করে হোটেল বুক করবে। তাতে একদম Main Spot-এ থাকার সুবিধা নিতে পারবেন। আর নিজে স্পট বুকিং করলে দালাল খরচটা হোটেলকে দিতে হয়না বলে অনেক কমে হোটেল পেয়ে যাবেন। আর হোটেল ভাড়ার দরদাম করতে একদম ভুলবেন না।
এবার আসি গাড়ির কথায়। গাড়ি বুকিং করতেও কোনো ট্যুর কোম্পানির কাছে যাবেন না। যে জায়গায় যাবেন সেখানকার ট্রেন স্টেশন থেকে গাড়ি বুকিং করুন। নয়তো ক্যাব বুক করতে পারেন কিলোমিটার হিসাবে। এতেও খরচ অনেকটা কম হয়। আর যদি খরচ আরো কমাতে চান তাহলে বাসে চেপে ঘুরতে পারেন। সঙ্গে যদি আরো একটা বা দুটো ফ্যামিলি পেয়ে যান তাহলেতো খুব সহজে গাড়ি শেয়ার করে নিতে পারেন।
বেড়াতে গেলে এটা সবার আগে মাথায় রাখবেন। খাবার এমন খাবেন যাতে সুস্থ ভাবে বেড়াতে পারেন। তাই চেষ্টা করবেন ড্রাই ফুড সঙ্গে রাখতে। মুড়ি, কাঁচা ছোলা, চিড়ে ভাজা, বাদাম ভাজা, চকলেট, চানাচুর ইত্যাদি সঙ্গে রাখতে পারেন। আর চেষ্টা করবেন Veg খাবার খেতে। বেড়াতে গিয়ে Non-Veg না খাওয়াই ভালো। তাতে শরীর সুস্থ থাকে। যদি সাউথ-এর দিকে যান তবে লোকাল খাবার খাবেন। ওদিকের খাবার স্বাস্থ্যকর। খাবার খেয়ে শরীর খারাপ হবার সম্ভাবনা থাকেই না প্রায়।
বেড়াতে যাবার সময় ব্যাগ যতটা হালকা করা যায় ততো ভালো। তাতে ট্রাভেল করার সুবিধা থাকে। গাড়ি ভাড়া খরচ বেশি মনে হলে বাস-এ বেড়ানো যায় সহজে। তাই ব্যাগ গোছানোর সময় এটা মাথায় রাখবেন।
প্রথমবার ভয় লাগতে পারে। তাই কাছাকাছি কোনো জায়গা দিয়ে শুরু করতে পারেন। প্রথমে ট্যুর কোম্পানি-র থেকে বাজেট নিন আর সেই টাকা নিজের পকেট-এ করে বেরিয়ে পড়ুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন