এই তারিখে
গুয়ে মঠ
বৌদ্ধ ধর্মের প্রাচীন ইতিহাস
লাহুল-স্পিটি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সাদা বালির সমুদ্র সৈকত দেখতে সব থেকে বেশি ভালো লাগে। সেই কারণেই আন্দামানের রাধানগর সমুদ্র সৈকত ভারত সেরা এবং সারা পৃথিবীতে সপ্তম স্থানের অধিকারী। আমাদের পশ্চিমবঙ্গের বকখালি যেমন সাদা বালির সমুদ্র সৈকত, তেমনি আজ যে সাদা বালির সমুদ্র সৈকত আপনাদের চেনাবো সেটা হলো কর্ণাটকের মালপে।
কর্ণাটক উপকূলের মন্দির শহর উডুপি থেকে মাত্র ৬ কিলোমিটার দূরে এই সমুদ্র সৈকত। সারা ভারতে যে কয়টা শান্ত নিরিবিলি সমুদ্র সৈকত আছে তার মধ্যে এটাও একটা। পশ্চিমবঙ্গের বকখালি যেমন মাছ ধরার বন্দর, তেমনি মালপে হলো কর্ণাটক রাজ্যের মাছ ধরার বন্দর।
মালপে সমুদ্র সৈকত এক নিরিবিলি শান্ত সুন্দর বেড়ানোর জায়গা। তাই সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে পারেন, বসে থাকতে পারেন, বিভিন্ন ধরণের খাবার খেতে পারেন। এখানেও বেশ ভালো মাছ ভাজা পাওয়া যায়। সেটাও খেয়ে দেখতে পারেন। এখানে অনেক ওয়াটার স্পোর্টস আছে, যেগুলোর আনন্দ উপভোগ করতে পারেন। যেমন প্যারাসেলিং এবং কলা নৌকা চড়া উল্লেখযোগ্য। তবে সমুদ্র সৈকত স্পোর্টস প্রাকৃতিক আবহাওয়ার উপর বেশি নির্ভরশীল। তাই সাবধানতা মাথায় রেখেই এসব করা উচিত। তাই স্পোর্টস অপারেটরস-এর নির্দেশ মেনেই এসব আনন্দ উপভোগ করবেন।
এই মালপে সমুদ্র সৈকত থেকে সূর্যের অস্ত যাওয়া দেখতে ভুলবেন না। দারুন সুন্দর সেই দৃশ্য। তাই বিকেলটা সমুদ্র সৈকতে কাটাবেন।
মালপে সমুদ্র সৈকতের মূল আকর্ষণ সী-ওয়াক। মালপে সমুদ্র সৈকত ধরে হাঁটতে হাঁটতে চলে যেতে পারেন বা অটো ভাড়া করে নিতে পারেন। এটা বেশ কিছুটা দূরে সমুদ্র সৈকত থেকে। সন্ধ্যের পর যেতে পারেন। তবে প্রাকৃতিক শোভা এবং মাছ ধরার নৌকা দেখতে দিনেরবেলা যাওয়াই সব থেকে ভালো। এক সুন্দর বাঁধানো রাস্তা ধরে অনেকটা চলে যেতে পারেন সমুদ্রের মাঝে। যেখান থেকে সমুদ্র আরো ভালো করে দেখা যায়।
মালপে সমুদ্র সৈকতে সারা বছর যেতে পারেন। ওখানের আবহাওয়া সব সময় ভালো। তবে সী-স্পোর্টস-এর জন্য বর্ষাকাল ঠিক না। তাই ওই সময়টা স্পোর্টস উপভোগ করার জন্য সেরা সময় না। অক্টোবর থেকে ফেব্রুয়ারী সেরা সময়।
মালপে সমুদ্র সৈকত ব্যাঙ্গালোর থেকে ৪১০ কিলোমিটার আর ম্যাঙ্গালোর থেকে ৬০ কিলোমিটার। ব্যাঙ্গালোর থেকে গাড়ি নিয়ে যদি কুর্গ বেড়াতে যান তাহলে এখানে একটা দিন কাটাতে পারেন। অথবা যদি আপনার মন্দির শহর উডুপি ঘোরার প্ল্যান থাকে তাহলেও এখানে একটা দিন কাটিয়ে যেতে পারেন।
মালপে সমুদ্র সৈকতের পাশেই আছে বিলাসবহুল হোটেল। সেখানে থাকতে পারেন। ওখানকার নূন্যতম ভাড়া ৩৫০০ টাকা প্রতি রাত। এছাড়াও কম বাজেটের হোটেল আছে। সমুদ্র সৈকত থেকে ৫-৭ মিনিট হাঁটা দূরত্বে রয়েছে সেই সব হোটেল। যেখান ৮০০ থেকে ১০০০ টাকায় থাকতে পারবেন। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন