ঔরঙ্গাবাদ কিভাবে যাবেন? কি কি দেখবেন আর কিভাবে ঘুরবেন ?

Aurangabad Tour

ঔরঙ্গাবাদ কেন বিখ্যাত? যদি প্রশ্ন করেন তাহলে অল্প কথায় বলা যায় যে, এই শহরের ঐতিহাসিক স্থাপত্য। যেটা অন্য সমস্ত ভ্রমণ কেন্দ্রের থেকে আলাদা করে। ভারতের প্রথম কলামের তৈরী কাঠামো এখানেই আছে। যেটা ভদকাল গেট নামে পরিচিত। এছাড়া আছে শিবাজী মিউজিয়াম, বিবি কা মাকবারা, দৌলতাবাদ দুর্গ, গৃহেশ্বর মন্দির, সিদ্ধার্থ গার্ডেন এবং চিড়িয়াখানা, পাঁচচকি, ঔরঙ্গাবাদ গুহা ও সব থেকে বিখ্যাত অজন্তা এবং ইলোরা গুহা। 

এক কথায় ঔরঙ্গাবাদকে গেট-এর শহর বলা হয়। শহর ঘুরে জোগাড় করা তথ্য অনুযায়ী এই শহরে টোটাল ৫২টা গেট আছে। সমস্ত গেট ঘুরে দেখা সম্ভব না হলেও প্রচুর ঐতিহাসিক স্থান ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। সেই সমস্ত তথ্য দেবার আগে জানাবো ঔরঙ্গাবাদ পৌঁছাবেন কি করে? 

ঔরঙ্গাবাদ শহরের সাথে রেলপথ, সড়ক পথ এবং আকাশ পথের সুন্দর যোগাযোগ আছে বিভিন্ন রাজ্য এবং শহরের সাথে। ঔরঙ্গাবাদ বিমানবন্দর ঔরঙ্গাবাদ শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। 

কলকাতা থেকে ঔরঙ্গাবাদ কিভাবে যাবেন সেটা জানাবো। সেখান থেকে কিভাবে কোথায় ঘুরবেন সেটাও জানাবো। 

কলকাতা থেকে ঔরঙ্গাবাদ যাবার সরাসরি কোনো ট্রেন নেই। তাই কাছাকাছি কোনো স্টেশন পৌঁছাতে হবে। সেখান থেকে ট্রেন বা বাস-এ পৌঁছাতে পারেন ঔরঙ্গাবাদ। প্রথমে ট্যুর প্ল্যান করে ফেলুন কোথায় কি কি দেখবেন। অজন্তা ইলোরা দেখতে হলে প্রথমেই জেনে রাখুন সোমবার অজন্তা বন্ধ থাকে আর মঙ্গলবার ইলোরা। ঔরঙ্গাবাদ থেকে অজন্তার দূরত্ব ১১০ কিলোমিটার। সময় লাগে আড়াই ঘন্টার মতো, যদি বাসে যান। 

যদি অজন্তা থেকে শুরু করতে চান তাহলে জলগাওঁ পৌঁছাতে পারেন প্রথমে। আর যদি মনে করেন ঔরঙ্গাবাদ থেকে সমস্ত ট্যুর করবেন তাহলে সোজাসুজি ঔরঙ্গাবাদ পৌঁছনোর কথাই ভাবতে পারেন। 

হাওড়া পুনে দুরন্ত ধরতে পারেন। ভালো ট্রেন। যদি লাইন-এ কোনো সমস্যা না থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকাল খুব লেট করছে এই ট্রেনটা। গত ৩-৪ মাস ধরে এই ট্রেন খুব লেট করছে। সেইভাবে প্ল্যান করবেন। 

দুরন্ত ধরে গেলে খাবার ক্যারি করার সমস্যা থাকে না। সব ঠিক থাকে থাকলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেস যে স্টপ গুলো দেয় তার মধ্যে আছে মনমাড। এই মনমাড থেকে ঔরঙ্গাবাদ কাছে। দূরত্ব ১২৬ কিলোমিটার। 

মনমাড থেকে ঔরঙ্গাবাদ পৌঁছাতে ট্রেন ধরতে পারেন নয়তো বাস ধরতে পারেন। শিরডি যাবার প্ল্যান করলে এই মনমাড থেকেই সুবিধা। স্টেশন থেকেই পেয়ে যাবেন প্রচুর শেয়ার গাড়ি। মনমাড থেকে ট্রেন ধরেও পৌঁছাতে পারেন শিরডি। সরকারি বাস-এ করেও চলে যেতে পারেন। ভাড়া ৯০ টাকা। দূরত্ব মোটামুটি ৫৮ কিলোমিটার। মনমাড স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার। পায়ে হেঁটে পৌঁছাতে ৭ থেকে ১০ মিনিট লাগবে। অটো করে গেলে ২০ টাকা। 

সরকারি বাস-এ গেলে ২টো জায়গায় হল্ট দিয়ে পৌঁছে দেবে মনমাড শহরের প্রাণ কেন্দ্রে। একদম বাস স্ট্যান্ড-এ নামবেন। ওখানেই কাছাকাছি পাবেন হোটেল। ওখান থেকেই বাস পাবেন অজন্তা, ইলোরা, শিরডি ও অন্যান্য জায়গার। পাশেই পাবেন সিদ্ধার্থ গার্ডেন এবং চিড়িয়াখানা। 

প্রথম দিনেই ঘুরে নিতে পারেন ঔরঙ্গাবাদ শহরের বিভিন্ন দর্শনীয় স্থান। পুরো ঔরঙ্গাবাদ শহর ঘুরে দেখতে ১ থেকে ২ দিন লাগবে। অটো ভাড়া পড়বে ১০০০ থেকে ১২০০ টাকা। ঔরঙ্গাবাদ ঘুরতে গেলে অবশ্যই দেখবেন পৈঠান শাড়ির ফ্যাক্টরি এবং শোরুম। ১৩ হাজার ৫০০ থেকে শুরু করে ২ লাখ ৩ লাখের শাড়িও সেখানে পাবেন।

Aurangabad Tour


মন্তব্যসমূহ