এই তারিখে
গুয়ে মঠ
বৌদ্ধ ধর্মের প্রাচীন ইতিহাস
লাহুল-স্পিটি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
সারা ভারতে বিভিন্ন নামের শাড়ি আছে, আছে বিভিন্ন দামেরও। সেই সমস্ত শাড়ির মধ্যে উল্লেখ্যযোগ্য পৈঠানি শাড়ী। ঔরঙ্গাবাদের পৈঠান নামে এক গ্রামের মধ্যে প্রথম তৈরী হয়েছিল এই শাড়ি। আস্তে আস্তে সেই শাড়ির গুণমান ছড়িয়ে পরে সারা ভারতে। পৈঠানি সিল্ক শাড়ির কদর যেমন তেমন তার দাম। পৈঠানি শাড়ির মূল আকর্ষণ তার ময়ূর নকশা।
ভারতের ঔরঙ্গাবাদে খুব সহজেই পাবেন পৈঠানি শাড়ির এক বিশাল প্রতিষ্ঠান। ঔরঙ্গাবাদ যারা বেড়াতে গেছেন তারা নিশ্চই ঘুরে দেখেন সেটা। আর যদি না গিয়ে থাকেন তাহলে খুব একটা ভালো জিনিস মিস করে গেছেন।
প্রচুর মানুষ ঔরঙ্গাবাদ ঘুরতে যান মূলত অজন্তা ইলোরা গুহা দেখতেই। ঔরঙ্গাবাদ শহর থেকে ৩২ কিলোমিটার দূরে আছে বিশ্ব বিখ্যাত ইলোরা গুহা। শহর থেকে অটো বা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়তে পারেন সেটার উদ্দেশ্যে। আর তার সাথে ঘুরে নিতে পারেন আরো কিছু দ্রষ্টব্য স্থান। যেমন ইলোরার পাশেই আছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। ইলোরা থেকে মাত্র ১.৪ কিলোমিটার।
ইলোরা গুহা দেখে ফেরার পথে ঢুকে পড়তে পারেন পৈঠানি শাড়ির শোরুমে। সেখানে হাতে কলমে তৈরী হওয়া পৈঠানি শাড়ির কারখানায়ও ঢুকে পড়তে পারেন। ইলোরা থেকে পাঁচ সাড়ে পাঁচ কিলোমিটার দূরেই আছে মুঘল সিল্ক বাজার বা পৈঠানি শাড়ি এন্ড উইভিং সেন্টার। সেখানে গেলে আপনাকে সমস্ত কিছু ঘুরে দেখবেন ওনারা। সমস্ত ইতিহাসও জানতে পারবেন তাদের থেকে। কিভাবে শাড়ি তৈরী হয় দেখার পাশাপাশি জানতে পারবেন বিভিন্ন শাড়ির দাম এবং কত সময় লাগে সেই সব শাড়ি তৈরী করতে।
একদম কাছ থেকে সেই শাড়ির বুনন দেখতে সত্যিই দারুন লাগবে। শাড়িতে কিভাবে ডিসাইন বসানো হয় সেটা দেখে ভালোই লাগবে। আর এটাও বুঝতে পারবেন কত ধৈর্য লাগে আর কত সময় লাগে একটা শাড়ি বানাতে। ওদের কথা অনুযায়ী একেকটা শাড়ি বানাতে সবচেয়ে কম দশ দিন সময় লাগে।
শাড়ি বানানো দেখা হলে ঢুকে পড়তে পারেন শোরুমে। সেখানে দেখতে পাবেন বিভিন্ন ধরণের শাড়ি। আর বিভিন্ন দামের পৈঠানি শাড়ি। পৈঠানি শাড়ির দাম শুরু হয় ১৩৫০০ টাকা থেকে। নিচের দেওয়া ভিডিওতে দেখতে পাবেন সেসব। আর দেখতে পাবেন ২ লক্ষ ৪৫ হাজার টাকা দামের পৈঠানি সিল্ক শাড়ি।
ঔরঙ্গাবাদ বেড়াতে গেলে সেখানকার বিখ্যাত পৈঠানি শাড়ি না দেখলে সত্যি সত্যি একটা ভালো কিছু মিস করে যাবেন। তবে ঔরঙ্গাবাদ বেড়াতে শীতকালে যাওয়ায় ভালো। নয়তো সেখানে প্রচন্ড গরম পরে। তাতে ঘুরে সব কিছু দেখতে বড় অসুবিধা হবে। এছাড়া বর্ষাকালেও যেতে পারেন। ঔরঙ্গাবাদ যাবার সেরা সময় নভেম্বর থেকে মার্চ। ঔরঙ্গাবাদ শহর ঘুরে দেখতে দুটো দিন সময় রাখতে পারেন। দুদিন ঘুরে দেখার জন্য অটো ভাড়া পড়তে পারে ১০০০ থেকে ১২০০ টাকার মতো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন